নিজস্ব প্রতিবেদক : সিলেটে হযরত শাহজালালের (র) বার্ষিক ওরসকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারো ‘লাকড়ি তোড়া’ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ওরসের তিন সপ্তাহ আগে শুক্রবার দুপুরে কয়েক হাজার ভক্ত-আশেকান লালসালু মাথায় দিয়ে লাক্কাতুরা চা বাগানের একটি টিলায় গিয়ে লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসেন।
সকাল থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফে সমবেত হয়ে জোহরের নামাজের পরে তারা মিছিল সহকারে সেখানে যান।
এই লাকড়ি দিয়েই ওরসে শিরনি রান্না করা হবে।
Leave a Reply