জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আয়োজিত হবিবপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২-০ গোলে ঘোষগাঁও এলিভেন স্টার একাদশকে হারিয়ে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব গ্রিস চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে হবিবপুর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব গ্রিসের সভাপতি রাজন তালুকদার ও অধিনায়ক আল আমিন তালুকদারের তত্ত্বাবধায়নে কোচ রুবেল মিয়ার দিকনির্দেশনায় টুর্নামেন্টের শুরু থেকেই দলটি বিজয়ের স্বাদ নিতে থাকে। ফাইনাল খেলায় দলের পক্ষে ৩ জন নাইজেরিয়ান খেলোয়াড় মাঠে নেমে দর্শকদের মন জয় করেন।
খেলা শেষে অতিথিরা টুর্নামেন্টের প্রথম পুরস্কার মোটর সাইকেলের চাবি তুলে দেন চ্যাম্পিয়ন দলের হাতে।
এদিকে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব গ্রিসের উপদেষ্টা আবীবুল বারী আয়হান, প্রতিষ্ঠাতা সভাপতি দুলদুল বারী, জ্যেষ্ঠ সহ সভাপতি লেবু মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরছালিন, সহ সাধারণ সম্পাদক রাজা মিয়া ও জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক মুস্তফা ভূঁইয়া, সাবেক ফুটবলার সেলিম আহমদ, সুজাত রেজা, আব্দুর রইছ ও ইউপি মেম্বার মুজাফফর আলী লিটন সহ বিভিন্ন জন চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply