হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া ও তার পরিবারের সদস্যদেরকে হত্যার উদ্দেশ্যে চালানো পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ড মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ।
বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুর রহিম জুয়েল, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো রাসেল চৌধুরী, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সহকারি জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, বীর মুক্তিযোদ্ধা হমায়ূন কবির, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক পংকজ কান্তি দাশ পল্লব, জোবায়ের আহমেদ নাজু, চৌধুরী মঈন উদ্দিন, চুনারুঘাট উপজেলা আহবায়ক বাকী বিল্লাহ, হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান বাবুল, মাধবপুর উপজেলা আহবায়ক ওসমান ফারুক, বানিয়াচং উপজেলা সভাপতি তানভীর আহমেদ, সহসভাপতি নিশাদ আহমেদ, হবিগঞ্জ পৌর সভাপতি সাইফুল ইসলাম, শায়েস্তাগঞ্জ পৌর সভাপতি শাকিল মিয়া, লস্করপুর ইউনিয়ন সভাপতি মো তাজুল ইসলাম, ইমন আহমেদ প্রমুখ।
মানববন্ধন শেষে বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া ও তার পরিবারের সদস্যদের উপর হামলাকারী জামাত নেতা ইকবাল বাহারসহ সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
Leave a Reply