হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির আবারও করোনা আক্রান্ত হয়েছেন।
শুক্রবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। গত বছরের ২৭ অক্টোবর তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হন। তবে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেন।
এরপর সারাদেশে করোনার ভ্যাকসিন উদ্বোধনের সময় তিনি হবিগঞ্জে সর্বপ্রথম ভ্যাকসিন গ্রহণ করে এই কার্যক্রম উদ্বোধন করেন। টিকার দ্বিতীয় ডোজও নিয়েছেন। তার ব্যক্তিগত সহকারী সুদীপ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির ঢাকায় নমুনা দেন। পরদিন তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন।
উল্লেখ্য, গতবছর করোনা সংক্রমণের শুরু থেকেই তিনি এলাকায় থেকে ত্রাণ বিতরণ ও জনসচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply