হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন চৌধুরী আবু বকর ছিদ্দিকী।
মঙ্গলবার হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আওয়ামী লীগ নেতা এ ঘোষণা দেন।
চৌধুরী আবু বকর ছিদ্দিকী জানান, গত ৪টি জাতীয় সংসদ নির্বাচনে বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন চেয়ে ব্যর্থ হলেও শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিয়েছেন তার পক্ষে কাজ করেছেন।
বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জ উপজেলার বৃহত্তর উন্নয়ন ও ব্যাপক জনকল্যাণের জন্যে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করেন।
Leave a Reply