হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড শাহনেওয়াজ।
সোমবার দুপুরে হবিগঞ্জ শহরের একটি রেস্টুরেন্ট সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
ড শাহনেওয়াজ বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলাম; কিন্তু মনোনয়ন না পেলেও দলের প্রার্থীদের পক্ষে কাজ করেছি।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান, হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, দৈনিক হবিগঞ্জের বাণী সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, দৈনিক আজকের হবিগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদ ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী।
Leave a Reply