হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন-বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ সভাপতি ডা মুশফিক হুসেন চৌধুরীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন দেওয়ার জন্যে চিকিৎসক সমাজ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানিয়েছেন।
পুনরায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মনোনীত হওয়ায় ডা মুশফিক হুসেন চৌধুরীর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের জেলা সহসভাপতি ডা অসিত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক ডা মুখলিছুর রহমান উজ্জ্বলের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা মোহাম্মদ নূরুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা দেবপদ রায় ও ডা মিঠুন রায়।
সংবর্ধনা অনুষ্ঠানে ডা মুশফিক হুসেন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের সর্বোচ্চ উন্নয়ন করেছেন। চিকিৎসকদের দিয়েছেন সকল ধরনের সুযোগ-সুবিধা। তাই চিকিৎসকদেরকে সঠিকভাবে রোগীদের সেবা করতে হবে।
তাকে আবারও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য করায় তিনি দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংবর্ধনার আয়োজন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্য বক্তা বলেন, ডা মুশফিক হুসেন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের একজন পরীক্ষিত কর্মী।
তারা তাকে আগামী সংসদ নির্বাচনে নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য চিকিৎসক সমাজের পক্ষ থেকে আওয়ামী লীগ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানান।
চিকিৎসকরা অভিমত ব্যক্ত করে বলেন, চিকিৎসক সমাজ ডা মুশফিক হুসেন চৌধুরীকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান।
Leave a Reply