হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শহরের দক্ষিণ শ্যামলীতে নিজস্ব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা আহ্বায়ক আতিকুর রহমান আতিক।
জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আব্দুল মুক্তাদির চৌধুরী অপুর সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতির সভাপতি প্রভাষক এস এম লুৎফুর রহমানের পরিচালনায় এতে আরো বক্তৃতা করেন, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ ও মীর জিয়াউল হক জিয়া, সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুস ছালাম মেম্বার, জেলা জাপা নেতা লুৎফুর রহমান নানু, সেলিম আহমেদ, আব্দুল হান্নান, আয়ুব আলী মেম্বার, ফরিদ মিয়া, জেলা সৈনিক পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল করিম, মাধবপুর উপজেলা জাপা সভাপতি কদর আলী মোল্লা, শায়েস্তাগঞ্জ পৌর সভাপতি আব্দুল কাইয়ূম ও সাধারণ আব্দুল আউয়াল।
সিলেটে কমার্স কলেজ দশম ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর মিরের ময়দানে কলেজ ক্যাম্পাসে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কমার্স কলেজের প্রতিষ্ঠাতা ও মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কমার্স কলেজের রেক্টর শামসুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন মিয়া, শিক্ষক অসীম রায়, সঞ্জয় কৃঞ্চ দাস ও আব্দুর রব।
ব্যবস্থাপনায় ছিলেন, প্রাপ্তন শিক্ষার্থী সালমান নাবিল, শেখ আজহা, রাফি, ফাহিম আহমদ ও সৌমিক দত্ত।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ইজমা ওয়েলফেয়ার সোসাইটির আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ইছগাঁও গ্রামে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি আবু সাহেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাহিম আহমদ ও কার্যনির্বাহী সদস্য বদরুল ইসলাম রনির যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, ইজমা ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা সাজ্জাদুর রহমান, সোস্যাল ইউনিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাহার, সমাজসেবক এমদাদ আহমদ ও আব্দুল মুকিত ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের জাগরণ শিল্পী গোষ্ঠী ও আমিনী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।
Leave a Reply