হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এক ছাত্রের জন্মদিন পালনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
বুধবার দুপুরে ক্যাম্পাসে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা সংঘর্ষ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ জানায়, সাবেক ছাত্র সুমন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পাসে বন্ধুদের দিয়ে জন্মদিন পালন করছিল। এ সময় তার গ্রামের কয়েকজন ছাত্রের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে পার্শ্ববর্তী বহুলা গ্রামের লোকজন দুই পক্ষে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ কওে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply