হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের অভিযানের সময় ২০ জন ডাক্তারের মধ্যে মাত্র ৫ জনকে উপস্থিত পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ এরশাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
দুদক জানায়, দীর্ঘদিন ধরে সদর আধুনিক হাসপাতালে ডাক্তার ও স্টাফরা নিয়মিত উপস্থিত থাকেন না। আবার উপস্থিত থাকলেও নিজে দায়িত্ব পালন না করে ইন্টার্নদের দিয়ে চিকিৎসা কাজ চালিয়ে থাকেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সদর হাসপাতালে কর্মরত ২০ জন চিকিৎসকের মধ্যে যে ৫ জন ডাক্তারকে উপস্থিত পাওয়া যায় তারাও অভিযানের খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে এসে হাজির হন।
Leave a Reply