হবিগঞ্জ প্রতিনিধি : বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার যন্ত্রপাতির অভাব দূর করা হবে।
তিনি এই সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক সংকট নিরসন সহ সকল সমস্যা সমাধানে প্রচেষ্টা চালানোরও আশ্বাস দিয়েছেন।
প্রতিমন্ত্রী সোমবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
তিনি এ হাসপাতালের কার্যক্রম তদারকির জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেন।
প্রতিমন্ত্রী বলেন, দুঃখজনক হলেও সত্য যে, এখানকার চিকিৎসকরা বাইরে প্র্যাকটিসে ব্যস্ত থাকেন।
এর আগে তিনি সদর আধুনিক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন এবং মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন।
Leave a Reply