হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের অব্যবস্থাপনা দেখে বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন।
শনিবার দুপুরে সরকারি এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে তাৎক্ষণিক পরিদর্শনে গিয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী দ্রুত সদর আধুনিক হাসপাতালের সকল সমস্যা সমাধানের তাগিদ দেন।
বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এসময় বিভিন্ন ওয়ার্ডের ভেতরে ময়লা-আবর্জনার স্তুপ দেখতে পান। বিশেষ করে শিশু ওয়ার্ডে ময়লা আবর্জনার স্তুপ দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। বিনামূল্যে ঔষধ বিতরণেও অনিয়ম দেখতে পান। তিনি প্রতিটি টয়লেটের ভেতরের পরিবেশও প্রত্যক্ষ করেন।
পরে সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডা সুচিন্ত চৌধুরী, সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা রতিন্দ্র চন্দ্র দেব, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাবেল ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান।
Leave a Reply