হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সোমবার বিকেলে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরাও হবিগঞ্জে মাদক প্রতিরোধে পুলিশের ভূমিকা পালনসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি মো ফজলুল রহমান, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
Leave a Reply