হবিগঞ্জ প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে হবিগঞ্জের সদর ও নবীগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেন, চেয়ারম্যান পদে ৩৩ জন, সাধারণ মেম্বার পদে ৩১৫ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ১০১ জন।
অন্যদিকে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে প্রার্থী ছিলেন, চেয়ারম্যান পদে ৬২ জন, সাধারণ মেম্বার পদে ৪৮২ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ১৭৭ জন।
রবিবার সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। তবে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
Leave a Reply