হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলায়ই দেশের ৭ম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে। এজন্যে শীঘ্রই উপাচার্য নিয়োগ ও স্থান নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান, হবিগঞ্জ-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির।
প্রতিশ্রুতি অনুযায়ী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বাস্তবায়ন, মেডিক্যাল কলেজ ও বাল্লা স্থলবন্দর প্রতিষ্ঠা এবং সর্বশেষ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের পদক্ষেপ নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।
অ্যাডভোকেট মো আবু জাহির বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ৪টি প্রতিশ্রুতিই বাস্তবায়িত হওয়ায় হবিগঞ্জবাসী বঙ্গবন্ধুকন্যার কাছে চিরঋণী হয়ে গেলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সহ সভাপতি আরব আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাঈল হোসেন ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির।
Leave a Reply