হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ৩ দিনের জন্যে লকডাউন ঘোষণা করা হয়েছে।
রবিবার রাতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ এই লকডাউনের ঘোষণা দেয়। তবে এসময় পর্যন্ত সাধারণ চিকিৎসাসেবা কার্যক্রম অন্যত্র স্থানান্তরের চিন্তাভাবনা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক কামরুল হাসান জানান, স্বাস্থ্য বিভাগ ৭ দিনের লকডাউন চেয়েছিল; কিন্তু আপাতত ৩ দিনের জন্য লকডাউন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এর সময়সীমা আরও বাড়তে পারে।
এ সম্পর্কে সিভিল সার্জন ডা একেএম মোস্তাফিজুর রহমান বলেন, ইতোমধ্যে সদর আধুনিক হাসপাতালের একাধিক ডাক্তার, নার্স ও ল্যাব টেকনোলজিস্ট ‘করোনা’য় আক্রান্ত হয়ে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন।
‘করোনা’ আক্রান্ত ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার পর বিকল্প স্থানে চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
Leave a Reply