হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বাড়ছে ‘করোনা’ আক্রান্ত রোগী। শনিবার একদিনেই শনাক্ত হয়েছে ২১ জন। আগেরদিন শনাক্ত হয় আরো ৫ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৪৭ জন। এর মধ্যে জনপ্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং চিকিৎসকও রয়েছেন।
এছাড়া ইতোমধ্যে জেলায় ‘করোনা’ আক্রান্ত হয়ে এক শিশু ও আক্রান্ত সন্দেহে এক সিএনজি অটোরিক্সা চালক মারা গেছেন; কিন্তু এরপরও মানুষের মনে ডর-ভয় কাজ করছেনা। লকডাউন উপেক্ষা করে বের হয়ে আসছে বাসাবাড়ি থেকে। রবিবার তো হবিগঞ্জ শহরের কাঁচাবাজার সহ বিভিন্ন এলাকায় রীতিমতো জনস্রোত দেখা গেছে।
চৌধুরী বাজার এলাকায় দেখা গেলো, অটোরিক্সার কারণে যানজট। সাহায্যের আশায় দলে দলে মানুষের ছুটেচলা।। অনেকের নেই কোন মাস্ক। নেই সামাজিক দূরত্ব। এমন দৃশ্য দেখে পরিস্থিতি স্বাভাবিক বলে হঠাৎ কারো মনে হতে পারে।
এ ব্যাপারে হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা ও মনিটরিং করা হচ্ছে; কিন্তু লোকজনের মাঝে আইন না মানার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে।
Leave a Reply