হবিগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে হবিগঞ্জে ৮টি মডেল মেডিসিন সপ (ফার্মেসি) আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
শুক্রবার রাত ৮টায় জেলা শহরের ৮টি ফার্মেসিকে মডেল ফার্মেসি প্রকল্পের আওতায় মিডিসিন সপ হিসেবে উদ্বোধন করেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ড্রাগ সুপার সফিকুল ইসলাম সহ জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ।
যেসব ফার্মেসিকে মডেল সপ করা হয়েছে সেগুলো হলো রামজয় মোদক ফার্মেসি, মোদক ফার্মেসি, মদিনা ফার্মেসি, হেল্প লাইন ফার্মেসি, চৌধুরী ফার্মেসি, আহাম্মদ ফার্মেসি ও মাহবুব রাজা ফার্মেসি।
Leave a Reply