হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জকে অপরাধ মুক্ত রাখতে পুলিশ জেলা শহরের সকল পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে।
এ উদ্দেশ্যে বুধবার বিকেলে ব্যবসায়ী নেতৃবৃন্দকে সাথে শহরের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূঁইয়া। এসময় সিসি ক্যামেরা লাগানোর উপযোগী স্থানগুলো চূড়ান্ত করা হয়।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, সাবেক সহ সভাপতি দেওয়ান মিয়া, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদা ও সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক ।
ওসি ইয়াছিনুল হক জানান, পুলিশ সুপার বিধান ত্রিপুরার নেতৃত্বে ব্যবসায়ীসহ সকলের সহযোগিতায় এই সিসি ক্যামেরা বসানো হবে।
প্রথম পর্যায়ে, এ মাসেই ১শ সিসি ক্যামেরা বসানো হবে বলে জানানো হয়েছে।
Leave a Reply