হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির ‘করোনা’ পরিস্থিতি মোকাবেলায় ঘরে থাকা মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া অব্যাহত রেখেছেন।
এ পর্যন্ত হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলায় ১ হাজার ৪৮০ জন অস্বচ্ছল মানুষের হাতে পৌঁছে দেয়া হয়েছে জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল। এই সহায়তা অব্যাহত থাকবে।
সোমবার সকালে সদর উপজেলার রিচি ইউনিয়নে তিনি খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হাসান রুবেল ও লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার।
আজমিরীগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ‘করোনা’ সংক্রমণ আশংকায় ঘরে থাকা দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন ডা লোকমান মিয়া। এই বিশিষ্ট চিকিৎসক এসব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
সোমবার দুপুরে তিনি উপজেলার বিরাট ও নগর গ্রামের ৩ শতাধিক দরিদ্র লোকজনের মাঝে চাল, ডাল, আলু ও সোয়াবিন তেল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেনা বেগম সহ এলাকার মুরব্বি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ডা লোকমান মিয়া দেশের এই দুর্যোগ মুহুর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
আজমিরীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল হোসেন মোবারুল ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে গণসচেতনামূলক কর্মকাণ্ড চালানোর পাশাপাশি হতদরিদ্রদের মধ্যে খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করছেন।
রবিবার ও সোমবার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি চাল, ডাল, তেল ও সাবান বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জিলু রহমান, নূরুজ্জামান ও আলী আহাম্মদ।
মাধবপুরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ। ৩০০৩২০। প্রতিবেদক রাজীব দেব রায় রাজু। কণ্ঠ এন্ড্রু আশীষ।
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সুবিধাবঞ্চিত ও স্বল্পআয়ের মানুষের কষ্ট লাগবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল থেকে সহকারী কমিশনার-ভূমি আয়েশা আক্তার বাড়ি বাড়ি গিয়ে ও রাস্তায় ঘুরে ঘুরে উপজেলার চৌমোহনী, ধর্মঘর ও বহরা ইউনিয়নের ৬০ জন মানুষের হাতে খাদ্যসামগ্রী ও মাস্ক তুলে দেন।
সহকারী কমিশনার আয়েশা আক্তার জানান, ‘করোনা’ পরিস্থিতিতে কর্মহীন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
এ সময় ‘করোনা’ প্রতিরোধে সবাইকে ঘরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়।
Leave a Reply