হবিগঞ্জ প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশে হবিগঞ্জের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সংগঠনের পৌর মার্কেটের কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করা হয়। প্রথম দিনেই বিভিন্ন পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হবে।
মনোনয়নপত্র বিক্রি শুরুকালে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মো সজিব আলী, নির্বাচন কমিশনার জালাল উদ্দিন খান, আতাউর রহমান ও শহিদুর রহমান লাল। এছাড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি শংকর পাল উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার মো সজিব আলী জানান, তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান। এ জন্য সকল ব্যবসায়ীর সার্বিক সহযোগিতা দরকার। ১২ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৩ জুন মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে আপিল করা যাবে ১৪ জুন। ১৬ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১৭ জুন চূড়ান্ত্র প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৯ জুন প্রতীক বরাদ্দ। ১৬ জুলাই ভোট গ্রহণ করা হবে।
হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
Leave a Reply