হবিগঞ্জ প্রতিনিধি : আগামী ১৬ জুলাই হবিগঞ্জের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে হবিগঞ্জ পৌর মার্কেটে সংগঠনের কার্যালয়ে ভোট গ্রহণ করা হবে। ৩ বছর মেয়াদী কার্যকরী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক সাড়া পড়ে গেছে।
বুধবার রাত ৯টায় নির্বাচনী তফসিল ঘোষণা করেন, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা উপকমিটির প্রধান নির্বাচন কমিশনার মো সজিব আলী। তফসিল অনুযায়ী, আগামী ৯ ও ১০ জুন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনী কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি করা হবে। মনোনয়নপত্র জমা ১২ জুন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। পরদিন অর্থাৎ ১৩ জুন দুপুর ১২টায় মনোনয়নপত্র যাচাই বাছাই। ১৬ জুন মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৭ জুন দুপুর ১২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ১৯ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
তফসিল ঘোষণাকালে মার্চেন্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, উপদেষ্টা শরীফ উল্ল্যাহ, সুখলাল সূত্রধর, নির্বাচন কমিশনার জালাল উদ্দিন খান, শহিদুর রহমান লাল, সভাপতি শামছু মিয়া ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদসহ কার্যকরী কমিটির অন্যান্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply