হবিগঞ্জ প্রতিনিধি : একুশে ফেরুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে (মঙ্গলবার) প্রথম প্রহরে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অভ্যন্তরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি গভীর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে শহীদমিনারে যান।
শ্রদ্ধা নিবেদন কার্যক্রম শুরুর আগে অমর একুশের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। পরে তিনি শ্রদ্দাঞ্জলি নিবেদন করেন।
এছাড়া জেলা প্রশাসক সাবিনা আলম, স্থানীয় সরকারের উপ পরিচালক শফিউল আলম এবং পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রও পুষ্পস্তবক অর্পণ করেন।
জেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী।
Leave a Reply