নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য ও ক্যাশিয়ার বাবুল মিয়ার বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ১ হাজার ৮০৪ টাকা আত্মসাতের অভিযোগে দুনীতি দমন কমিশন মামলা করেছে।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন, জেলা দুদক উপ পরিচালক মলয় কুমার সাহা।
বিজিত কুমার ভট্টাচার্য বর্তমানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
মলয় কুমার সাহা জানান, আত্মসাতের অভিযোগ তদন্ত করে দুদক সত্যতা পেয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, মামলাটি এফআইআর ভুক্ত করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply