হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বিসিক শিল্পনগরীতে একটি মবিল কারখানায় অগ্নিকাণ্ডে বিভিন্ন যন্ত্রাংশ সহ মবিল তৈরির সরঞ্জাম পুড়ে গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ধুলিয়াখাল এলাকায় বিসিক শিল্পনগরীর প্রমিনেন্ট লুব নামের মবিল কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন কারখানা জুড়ে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক হিসেবে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
Leave a Reply