হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কের কালাডোবা সেতুর বিকল্প রাস্তাটি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
গত কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বানিয়াচঙ্গ উপজেলার বিভিন্ন এলাকায় পানি বেড়ে যাওয়ায় রবিবার রাতে কালাডোবা এলাকার নির্মাণাধীন সেতুর পাশের বিকল্প রাস্তাটি ডুবে যায়। ফলে কোন ধরনের যান চলাচল করতে পারছে না।
টমটম শ্রমিক একানুর মিয়া জানান, ঠিকাদারের গাফলতির কারণে কালাডোবার সেতুটি নির্মাণে দেরি হচ্ছে।
মঙ্গলবার বিকেলে রাস্তাটি পরিদর্শন করেন বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান আাবুল কাশেম চৌধুরী। তিনি জানান, রাস্তাটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, জনদুর্ভোগ লাঘবে প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এল এম সৈকত জানান, জেলার বিভিন্ন হাওরে পানি বাড়ছে। সকলকে সর্তক থাকতে হবে।
Leave a Reply