হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি, দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিককে গ্রেফতারের প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন করেছেন।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান জাহির, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মশিউর রহমান কামাল ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কোহিনূর।
বক্তারা অবিলম্বে প্রবীণ সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মুক্তি দাবি করেন।
হবিগঞ্জ-২ আসনের সাংসদ আব্দুল মজিদ খানের তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় পুলিশ গোলাম মোস্তফা রফিককে সোমবার গ্রেফতার করে।
পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Leave a Reply