হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ প্রেসক্লাব ভবনের তৃতীয়তলার নির্মাণ কাজ শুরু হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মো আবু জাহির। সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় ও প্রকৌশলী এম এম মমিন বুলবুল।
Leave a Reply