হবিগঞ্জ প্রতিনিধি : আনন্দঘন পরিবেশে হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রি-হ্যাভেন রিসোর্টে আয়োজিত বনভোজনে সংগঠনের সদস্যরা সপরিবারে অংশ নেন।
দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে আয়-ব্যয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে প্রায় ৩৩ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়।
সাধারণ সভায় আলোচনা করেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মো ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, হারুনুর রশীদ চৌধুরী ও মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, শাহ ফখরুজ্জামান ও সাইদুজ্জামান জাহির এবং সদস্য শফিকুল আলম চৌধুরী, রাশেদ আহমেদ খান, মোহাম্মদ নূর উদ্দিন, শরীফ চৌধুরী ও এসএম সুরুজ আলী।
পরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply