হবিগঞ্জ প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে এর আয়োজন করা হয়। বনভোজনে হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ শাবান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ ও শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, মোফাজ্জল সাদাত মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শফিকুল আলম চৌধুরী, বাদল রায়, সৈয়দ এখলাছুর রহমান খোকন, আলমগীর খান, রাশেদ আহমদ খান, শরীফ চৌধুরী, জিয়া উদ্দিন দুলাল, এম এ মজিদ, নূরুজ্জামান ভূঁইয়া মামুন, সায়েদুজ্জামান জাহির, আবু হাসিব খান চৌধুরী পাভেল, এস এম সুরুজ আলী প্রমুখ।
বনভোজনে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী প্রমুখ।
Leave a Reply