হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে পৌর পরিষদ, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি করেছেন।
রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। এতে পৌর কার্যালয়ে বিভিন্ন কাজে আসা নাগরিকদের বিড়ম্বনায় পড়তে হয়।
কর্মবিরতির পরে এক সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন, পৌর মেয়র মিজানুর রহমান মিজান ও পৌর কাউন্সিলর শেখ উমেদ আলী শামীম।
মেয়র মিজানুর রহমান মিজান বলেন, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রীমহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি এ ব্যাপার সুষ্ঠু তদন্ত করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, অন্যথায় পৌর পরিষদ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেবে।
মেয়র বলেন, হবিগঞ্জ পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনে বিভিন্ন স্থাপনা অপসারণ করায় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শুরু হয়েছে।
Leave a Reply