হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান মিজানের কর্মী-সমর্থকদের নানাভাবে হয়রানির অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মিজানুর রহমান মিজান এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, কোন ধরনের মামলা ছাড়াই পুলিশ তার কর্মী-সমর্থকদের গ্রেফতার করছে। ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে, দেলোয়ার খান, শাওন আল হাসান, আব্দুল মালেক, হাবিবুর রহমান, উজ্জ্বল রায় কাঞ্চন ও সমুজ আলীকে। এছাড়া একটি কুচক্রিমহল তার নির্বাচনী কাজেও বাধা দিচ্ছে।
মেয়র মিজানুর রহমান মিজান আগামী ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য আহ্বান জানান।
প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে তার বিজয় নিশ্চিত হবে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শামছু মিয়া, সর্দার সোনা মিয়া ও আকবর আলী খান।
Leave a Reply