হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের পিটিআই রোডে নির্মাণাধীন কিচেন মার্কেটের ঢালাই কাজ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির উদ্বোধন করেছেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি পৌরসভার বাস্তবায়নাধীন কিচেন মার্কেটের ছাদের ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় প্রকল্পের সাফল্য ও পৌরবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, মো আব্দুল আউয়াল মজনু, মো আলমগীর, নির্বাহী প্রকৌশলী মধুসূদন দাস প্রমুখ।
বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপম্যান্ট ফান্ড-বিএমডিএফের অর্থায়নে ৭ হাজার ৬শ বর্গফুট জমির উপর এ কিচেন মার্কেট নির্মাণ করা হচ্ছে।
Leave a Reply