হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ব্যক্তিকে আওয়ামী লীগের প্রার্থী করার প্রতিবাদে জেলা ও পৌর যুবলীগ মানববন্ধন করেছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সহ সভাপতি শওকত আকবর চৌধুরী সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, সফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা ইসতিয়াক রাজ চৌধুরী।
বক্তারা বলেন, গত পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়া মিজানুর রহমানকে এবার মেয়র পদে মনোনয়ন দেয়া হয়েছে।
তারা আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমানকে বিএনপির দালাল আখ্যায়িত করে তাকে ‘নৌকা’ প্রতীক বরাদ্দ না দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
Leave a Reply