হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইশতেহারে হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে মাস্টারপ প্ল্যান প্রণয়ন, জলাবদ্ধতা নিরসন, পুরাতন খোয়াই নদীকে নান্দনিক রূপ দেওয়া, বর্জ্য ব্যবস্থাপনা, খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশ, মশক নিধন, সিসিটিভি ও ফ্রি ওয়াইফাই জোনের ব্যবস্থা, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর কল্যাণ, ট্রাক ট্রার্মিনাল নির্মাণ, যানজট মুক্ত পৌরসভা, শিশুপার্ক ও চিত্ত বিনোদনের ব্যবস্থা করা ইত্যাদি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
Leave a Reply