হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে ইফাতর মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আয়েজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান, অ্যাডভোকেট সফিকুর রহমান, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সামছু মিয়া, পৌর কাউন্সিলর জাহির উদ্দিন, জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, আব্দুল আউয়াল মজনু, আলমগীর, শেখ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল ও অর্পনা পাল।
ইফতারের আগে দোয়া করা হয়।
হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগেও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ লাইন্সে আয়োজিত ইফতারের আগে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সংদস সদস্য দেওয়ান শাহনওয়াজ মিলাদ গাজী, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসিম রেজা, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান, ডা জমির আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শাহ ফখরুজ্জামান ও রাসেল চৌধুরী। দোয়া পরিচালনা করেন, পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম।
Leave a Reply