হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভা প্রথমবারের মতো শতকোটি টাকার বাজেট প্রণয়ন করতে যাচ্ছে। তাই আসন্ন বাজটকে গণমুখী ও বাস্তবসম্মত করতে মতামত গ্রহণ করা হয়েছে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের। বুধবার বিকেলে পৌর টাউন হলে প্রাক-বাজেট মতবিনিময় সভার আয়োজন করা হয়।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে প্রাক-বাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, পৌরসভার উপদেষ্টা, হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মো. আবু জাহির। আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ চৌধুরীসহ অন্যরা।
মতবিনিময় সভায় মেয়র আতাউর রহমান সেলিম জানান, পৌরসভার সম্পদকে কাজে লাগিয়ে পৌর মার্কেট নির্মাণ ও বিভিন্ন মার্কেট সম্প্রসারণ করে আয় বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হবে।
পৌর নাগরিকদের ভোগান্তি লাঘবে রাস্তা ও ড্রেন নির্মাণে বাজেটে ২০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনাসহ শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে বিশেষ বরাদ্দ থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply