হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হলেও কেউ তা মানছে না।
সোমবার দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শায়েস্তানগর এলাকায় গিয়ে দেখা যায়, প্রচুর লোক ও যানবাহন চলাচল করছে। এতে সচেতন মহল দারুণ উদ্বিগ্ন। তারা মনে করছেন, এ অবস্থা চলতে থাকলে হবিগঞ্জে ‘করোনা’ রোগীর সংখ্যা বৃদ্ধি পেতেই থাকবে।
তারা লকডাউন কঠোরভাবে কার্যকরী করতে প্রশাসনের কাছে দাবি জানান।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হবিগঞ্জে ‘করোনা’ আক্রান্ত হয়েছেন ৩৮১ জন। সুস্থ হয়েছেন ১৬৬ জন। আর মারা গেছেন ৫ জন।
Leave a Reply