হবিগঞ্জ প্রতিনিধি : বেতন-ভাতা ও পেনশন সহ যাবতীয় সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে দেয়ার দাবিতে হবিগঞ্জ পৌরসভায় ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ডাকে বাংলাদেশের ৩২৭ টি পৌরসভায় একযোগে এ কর্মবিরতি পালিত হচ্ছে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নিয়েছেন।
এর অংশ হিসেবে রবিবার সকাল থেকে হবিগঞ্জ পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন।
নেতৃবৃন্দ জানান, কর্মসূচি চলাকালে ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি পানি সরবরাহ ছাড়া পৌরসভার অন্যসব সেবা বন্ধ থাকবে।
Leave a Reply