হবিগঞ্জ প্রতিনিধি : পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জাতীয়করণ সহ বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারের রাজস্ব তহবিল থেকে প্রদানের দাবিতে হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করা হয়।
বুধবার সকাল ১১টায় শুরু হয়ে কর্মবিরতি চলে দুপুর ১২টা পর্যন্ত। এ সময় সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ অভিযোগ করেন, তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
নেতৃতৃন্দ উল্লেখ করেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, জনস্বাস্থ্য অধিদফতর, ওয়াসা ও সমবায় অধিদফতর সহ অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা সহ পেনশন সুবিধা পেয়ে থাকেন। অথচ জনসেবকের মূল দায়িত্ব পালনকারী সংস্থা স্থানীয় সরকারের মূল প্রতিষ্ঠান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও আনুতোষিক সরকারের রাজস্ব তহবিল থেকে প্রদান করা হয় না।
Leave a Reply