হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র জি কে গউছ উচ্চ আদালতের রায়ে আবার দায়িত্ব গ্রহণ করেছেন।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। এরপর প্রায় সোয়া দুই বছর তিনি কারাগারে ছিলেন।
উচ্চ আদালতের রায়ে সাময়িক বরখাস্তের আদেশ বাতিল হওয়ায় বৃহস্পতিবার তিনি দায়িত্ব গ্রহণ করেন।
সকাল ১১টায় বিশাল শোভাযাত্রা নিয়ে জি কে গউছ পৌর ভবনে পৌঁছলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশ তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।
Leave a Reply