হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের গোপিনাথপুরে পৌরসভার পুকুর দখল মুক্ত করার দাবিতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে গোপিনাথপুর পুকুর রক্ষা কমিটি চিড়াকান্দি বড় পুকুর পাড়ে এ আলোচনা সভার আয়োজন করে।
পুকুর রক্ষা কমিটির সমন্বয়ক আব্দুল রকিব রনির সভাপতিত্বে এবং মিজানুর রহমান ও বিপ্লব রায় সুজনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদক রফিকুল হাসান চৌধুরী তুহিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সহ সভাপতি আলা উদ্দিন আহমেদ, পৌর কাউন্সিলর খালেদা জুয়েল, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, আহমদ কবির আজাদ ও অ্যাডভোকেট বিজন বিহারী দাশ।
বক্তারা বলেন, অবিলম্বে এই পুকুরটি অবমুক্ত করা না হলে আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply