হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম ও কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণ করেছেন।
রবিবার দুপুরে হবিগঞ্জ পৌরসভা মঞ্চ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করেন, পৌর সচিব ফয়েজ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply