হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং অফিসার খুরশেদ আলমের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মিজানুর রহমান মিজান, বিদ্রোহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো মর্তুজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, পৌর আওয়ামী লীগ নেতা শেখ তারেক উদ্দিন সুমন, জেলা বিএনপির সাবেক যুগ্মা সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, গাজী পারভেজ হাসান ও আব্দুল্লা-আল কাফি ফুজায়েল।
মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থীরা বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
হবিগঞ্জ পৌরসভার মেয়র জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ পদত্যাগ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে পদটি শূন্য হয়ে যায়।
এদিকে হবিগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমানকে পরিবর্তনের দাবিতে যুবলীগ বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।
সোমবার দুপুরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে পথসভা করা হয়। এতে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ ও যুবলীগ নেতা শাহ আলম সিদ্দিকী।
বক্তারা বলেন, হবিগঞ্জের পরীক্ষিত নেতা জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে বাদ দিয়ে বিগত নির্বাচনে বিতর্কিত প্রার্থী মিজানুর রহমানকে মনোনয়ন দেয়া হয়েছে।
Leave a Reply