হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সুরবিতানে সাবেক কমিশনার রফিকুল বারী চৌধুরী মামুনের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর মো মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বর্তমান ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস। স্বাগত বক্তব্য রাখেন কমিশনার মুকুল আচার্য্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কমিশনার উসমান গনি, ফরিদ উদ্দিন আহমেদ, হাবিবুর রহমান হাবিব, সামছু মিয়া, মো বাছিত চৌধুরী, রোকেয়া আক্তার রুকু, বর্তমান কাউন্সিলর আবুল হাসিম, শেখ উমেদ আলী শামীম প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা হবিগঞ্জ পৌরসভায় অপকল্পিত ড্রেনেজ ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
তারা বলেন, পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড সহ যে কোন বিষয়ে বর্তমান পৌর কর্তৃপক্ষ সাবেক পরিষদের পরামর্শ ও সহযোগিতা নিতে চাইলে তারা আন্তরিক ভাবে তা দেবেন।
মতবিনিময় সভা শেষে হবিগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও কমিশনার পরিষদের উপদেষ্টা ও কার্যকরী কমিটি গঠন করা হয়।
Leave a Reply