হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পুলিশ লাইন্সে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্যা। উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ও মাহফুজা আক্তার শিমুল।
পুলিশ সুপার মোহাম্মদ উল্যা বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রারম্ভেই ২৫ মার্চ কালরাতে রাজারবাগে প্রাণ দেন অনেক বীর পুলিশ সদস্য। পরবর্তী সময়েও দেশের জন্য অসংখ্য পুলিশ সদস্য শহীদ হন। তাদের স্মৃতিরক্ষার্থেই এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
Leave a Reply