হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে স্কিলস প্রতিযোগিতা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় পলিটেকনিক শিক্ষার্থীদের উদ্ভাবিত ৮টি প্রজেক্ট বিভিন্ন স্টলে স্থান পায়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, মাইক্রো-কন্ট্রোলারের মাধ্যমে অগ্নিকাণ্ডের পূর্বে সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অগ্নিকাণ্ড রোধ করা।
স্টলগুলো পরিদর্শন করেন, হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোতাহার হোসেন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম মিয়া ও পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর তোফায়েল আহমেদ।
প্রতিযোগিতায় ৩টি স্টলকে ১ম, ২য় ও ৩য় নির্বাচিত করা হয়।
Leave a Reply