হবিগঞ্জ প্রতিনধি : হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে ও একলিমুর-আম্বিয়া চৌধুরী ট্রাস্টের অর্থায়নে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নে ফ্রি চক্ষু পরীক্ষা ও দুস্থ রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে।
শনিবার সকালে ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ ভবনে এ ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি উদ্বোধন করা হয়।
হবিগঞ্জ নাগরিক কমিটির সহ সভাপতি ডা মো জমির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, বিশিষ্ট সাংবাদিক জাহেদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, নাগরিক কমিটির শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক কবি তাহমিনা বেগম গিনি, কোষাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, আমজাদ হোসেন চৌধুরী ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আম্বিয়া চৌধুরী।
কর্মসূচিতে ৪শ জন চক্ষুরোগীকে ব্যবস্থাপত্র ও ঔষধ দেওয়া হয় এবং ৫০ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়।
Leave a Reply