র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ হবিগঞ্জ জেলার কোতয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে জিহাদী বই ও লিফলেট সহ জেএমবির ৫ সদস্যকে আটক করেছে।
শনিবার বিকেল ৫টার দিকে র্যাব-৯ এর স্পেশাল কোম্পানি, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
এসময় নারায়নপুর তেমনিয়া (দীঘলবাঁক) বাজারের আল হেরা টেইলার্স বোরকা এন্ড পাঞ্জাবি হাউস নামক দোকান হতে পালানোর চেষ্টাকালে এই ৫ জনকে আটক করা হয়।
র্যাব ৯ জানায়, জেএমবির এই সক্রিয় ৫ সদস্য দোকানে সমবেত হয়ে গোপন বৈঠক করছিল এবং নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের অন্যান্য সদস্যকে সরকার ও রাষ্ট্র বিরোধী বইপুস্তুক ও লিফলেট প্রদান এবং দেশে নাশকতার পরিকল্পনা করছিল।
আটককৃতরা হলো, মো আব্দুল কুদ্দুস (পিতা মর্তুজা আলী, নারায়নপুর), মো রুহুল আমিন (পিতা আকিল হোসেন, রায়ধর), মো নজরুল ইসলাম (পিতা মৃত আদম আলী, আনন্দপুর), মো আব্দুন নূর (পিতা আতর আলী, আনন্দপুর) ও আবুল কালাম (পিতা মৃত সোনা উল্লাহ, নারায়নপুর, বড়বহুলা)।
তারা হবিগঞ্জ সদর উপজেলার অধিবাসী। তাদের নিকট থেকে বিভিন্ন ধরনের জিহাদী বই সহ সরকার ও রাষ্ট্রবিরোধী বিপুল পরিমাণ লিফলেট উদ্ধার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি মহান বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো শান্তি-শৃঙ্খলা বিঘ্ন করা এবং দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল।
Leave a Reply