র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণ চক্রের ২ সদস্য ও চুনারুঘাট থেকে ফেন্সিডিলসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ১ সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রবিবার দুপুর সাড়ে ১২টায় র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার নয়াপাড়া বাজারে সিএনজি স্ট্যান্ড থেকে অপহরণ চক্রের সদস্য সাইদুল ইসলাম ও জীবন চন্দ্র পালকে আটক করে।
এ দুজন গত ১৭ আগস্ট মাধবপুর উপজেলার ধর্মঘর গরুর বাজার হতে নিশাত রহমান নিলয় নামের এক শিশুকে অপহরণ করে।
একই দিন দুপুর সোয়া একটার দিকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার হাতুন্ডা গ্রাম এলাকা থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সক্রিয় মাদক ব্যবসায়ী রহিম উল্লাকে আটক করে।
Leave a Reply